|| F.H COMPUTER POINT || LIKED SOLUTION ||
🅻 🅸 🅺 🅴 🅳 Solution
আসসামুআলাইকুম ,
পরম করুনাময় 'আল্লাহের' অশেষ মেহেরবানীতে বিগত '7' বছর ধরে কম্পিউটার হার্ডওয়্যার এবং চিপ ল্যাবেল (CCLR) নিয়ে কাজ করছি। এই দীর্ঘ সময়ে সামান্য কিছু দক্ষতা অর্জন করেছি। এই সামান্য টুকু দক্ষতা আমার প্রিয় ভাই বোনদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। 'ইন্শাআল্লা' আমার পোষ্ট গুলির মাধ্যমে আপনাদের কতটা উপকৃত করতে পারবো তা জানিনা। ওয়েব সাইটিতে COMPUTER | PRINTER | LAPTOP | CCTV | PC SOFTWARE | FLEX | COVER PAGE | ADOBE FILE | ISLAMIC TIPS, এই বিষয় গুলি উপর বিভিন্ন সমস্যা সমাধানের কিছু টিপস দেওয়ার চেষ্টা করেছি । এই পোষ্ট গুলোর মাধ্যমে যদি উপকৃত হয়েছেন। সে ক্ষেত্রে আমার পোষ্ট গুলিকে অবশই লাইক ও শেয়ার করবেন এবং COMMENT BOX- আপনার মতামত যানাবেন।
আমার জীবনের এটাই সবার প্রথম ওয়েবসাইট। ওয়েবসাইট বিষেয় আমার বিশেষ সে রকম কোন বিশেষ দক্ষতা নেই। শুধু মাত্র কঠোর পরিশ্রম ও আমার সামান্য জ্ঞান কে কাজে লাগিয়েছি। যদি আমার পোস্ট গুলির মধ্যে কোন রকম ভুল ত্রুটি থাকে, তাহলে অবশই কমেন্ট এ জানাবে আমি সংশোধন করার চেষ্টা করবো ''আল্লাহফেজ'' ।
সবাই ভালো থাকবেন এটাই কামনা করি।
0 মন্তব্যসমূহ