হৃদয় জুড়ানো দুটি গজল - হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে || যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় ||


  
1. হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে ............
................... Hey Rasul Tomake Vuli ami Kemon Kore  
 
হাজারও  ব্যাথা বেদনার  পরে 
               ফিরে আসনি তুমি আপন ঘরে 
দ্বীনের আলো তুমি ছড়িয়ে দিতে 
              চলে গেলে মদীনায় মক্কা ছেড়ে
হে রাসূল .......
তোমাকে ভুলি আমি কেমন করে ...........২

খেয়ে না খেয়ে দ্বীন প্রচারের কাজে
               নিজেকে দিয়েছো বিলিয়ে
তাযেফের  কাফেরেরা  চিনলো না এই আলো
             দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে...........২

পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে 
             সারা শরীর থেকে রক্ত ঝরে .
হে রাসূল ..........
তোমাকে ভুলি আমি কেমন করে ..............২

হেরার গুহায়  তোমারেই ধ্যান
          আসমান থেকে নাম আল- কুরআন................২
ভাঙলো সবার ভুল তোমারি পরে 
          আসলো আল কুরআনের ছায়া তোলে
খালিদ উমার আলী  আবু  বকর  
          ইসলামী জান্ডা নিলো যে তুলে...................২
 
আল -আমিন তুমি ছিলে যে সদা
          সকল মানুষের তরে 
হেরাসূল........
তোমাকে ভুলি আমি কেমন করে.......২
 
হাজারও  ব্যাথা বেদনার  পরে 
               ফিরে আসনি তুমি আপন ঘরে 

দ্বীনের আলো তুমি ছড়িয়ে দিতে 
              চলে গেলে মদীনায় মক্কা ছেড়ে
হে রাসূল .......
তোমাকে ভুলি আমি কেমন করে .......
...................................................................

 
 
 2. যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়।
                 .................... Jader hridoye ache Allahr voy 
 
যাদের হৃদয় আছে আল্লাহর ভয় 
তারা কভু পথ  ভুলে যায়না ,
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় 
কারো কাছে কোনো কিছু চায়না। 

রাতের আঁধারে যারা সিজদাতে রয় 
দুচোখের অশ্রুতে নদী যেন বয়। ..২
ছলনার হাতছানি যতই আসুক 
পিছনে ফিরেও সে তাকায় না। 
 
দ্বীন  কায়েমের পথে যারা অবিচল 
তারা হলো আল্লাহর পিয়জন ,
বাতিলের কাছে যারা হার মানেনা 
সংগ্রাম করে যারা আমরণ। 
 
হেরার আলোতে যারা হৃদয় রঙিন 
হাতে আল কুরআনের দীপ্ত সঙিন ,
সত্যের পথে যারা নিবেদিত প্রাণ 
শ স্ত্রুকে  কভু ভয় পায়না। 

যাদের হৃদয় আছে আল্লাহর ভয় 
তারা কভু পথ  ভুলে যায়না ,
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় 
কারো কাছে কোনো কিছু চায়না।
 
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ