Canon Printer P03 Error (6000 Code ) Solution Questions & Answers

আসলামুআলাইকুম.........
Printer G2010,G2012,G3010,G4010,G2000, Error P03 - Error code 6000 . 
আজকের আলোচনা পর্বে ক্যানন প্রিন্টারের (P03) আর একটি সমস্যা নিয়ে আমার ভাই  বোনদের কাছে  আসতে পেরেছি , জানিনা এই আলোচোনা পর্বে  আপনাদের কত টুকু সমাধান দিতে পারবো। আমি চেষ্টা করছি একটি ভালো ও  সুন্দর সমাধানঃ দেওয়ার।
P03 Error :

Support Code : 6000..... ?

সমস্যা এবং সমাধান > কি ভাবে করবো :

ক। P03 এটি আপনার প্রিন্টারের ভিতরে  ইলেকট্রনিক  ত্রূটি সম্পূর্ণ সমস্যা । যা আপনার টাইমিং ডিস্ক সেন্সর অথবা আপনার প্রধান লজিক বোর্ড খারাপ। এটি হয় মেরামত বা প্রতিস্থাপন করা প্রয়োজন ... 

চিত্রঃ ১

[ সবার প্রথম টাইমিং ডিস্ক সেন্সর দেখে নিবো কারণ বেশীর ভাগ ক্ষেত্রে দেখা যায় ডিস্ক সেন্সরে নংরা অথবা প্রিন্টারের কালী লেগে থাকতে পারে। ] 

খ। প্রিন্টারটির পেপার ট্রে জ্যাম ও খারাপ থাকার কারণে এই সমস্যা হয় থাকে।  

Paper  is Jammed
[ কিছু ক্ষেত্রে দেখা যায় পেপার ট্রে মধ্যে ছোট বস্তু , ক্ষুদ্র নোংরা অথবা পেপার ফেসে আছে কি না অনুসন্ধান করবো। ]  

গ।  কাগজ ফিট মোটর খারাপ হওয়ার কারণে হয় থাকে।

[ প্রিন্টারের থাকা মটর গুলি একবার চেক করে নিন মটর  জ্যাম  হওয়ার কারণে এই প্রব্লেম হয় থাকে। ]

 

💠 আরো ভালো সমাধান পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন :



💠 অন্যান্য পোস্ট গুলি :


Coming Soon.
ছোট্টো এই জীবনে 
সত্য ছড়িয়ে দাও ,
মিথ্যা নয়....... ?
🅻 🅸 🅺 🅴 🅳  Solution
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ