Basic Computer course & Basic Hardware Course (Class: 6)


 Measurement of data of the Computer :
Computer -এর তথ্য পরিমাপের একক :
বাইনারী নাম্বার পদ্ধতিতে  ব্যবহৃত অংক '0' এবং '1' কে বলে Bit . ইংরাজি Binary শব্দের Bi ও Digit শব্দের t নিয়ে শব্দের তৈরী হয়েছে।  কম্পিউটার স্মৃতিতে রক্ষিত '0' ও 1 এই Code  দিয়ে বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে। এই  কারণে কম্পিউটারের স্মৃতির ধারণ ক্ষমতার ক্ষুদ্রতম একক হিসাবে bit শব্দটি ব্যবহ্রিত হয়। কম্পিউটার এই 0 ও 1 কে  কম্পিউটারের যান্ত্রিক ভাষা বলা হয়। 
Memory Unit of Computer: 
Computer- এর Memory একক

1. Bit                              

2. Byte    > 8 Bit = 1 Byte. 

3. Kilo Byte (KB> 1024 Byte = 1 KB 

4. Mega Byte (MB > 1024 KB = 1 MB 

5. Giga Byte (GB> 1024 MB = 1GB 

6. Tera Byte (TB)  > 1024 GB = 1TB    

7. Peta Byte (PB)  > 1024 TB = 1PB


Use of Memory Unit : 
 Memory এককের ব্যবহার 
1. A-Z = 1 Byte 
2. 0-9 = 2 byte 
3. Symbole (*,#,&,$,?,+,etc. ) = 2 byte.


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ