Basic Computer course & Basic Hardware Course (Class: 2)

আমার মুসলিম ভাই বোনদের জন্য সালাম রইল-----
আসলামুআলাইকুম -----
ক্লাসের দ্বিতীয় দিন যা শিখব :
বেসিক কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স , যা অনেক সহজ ও সরল। প্ৰত্যেক কম্পিউটার শিক্ষার্থীদের বেসিক ফান্ডামেন্টাল কোর্সটির জানা আবশ্যক। 

What is Input device ?

ইনপুট  ডিভাইস কি ?

🔵 যে সব Device বা যন্ত্রাংশ গুলি Data বা তথ্য প্রক্রিয়াকরুন করার জন্য ব্যবহার কারীকে কম্পিউটরে Data  প্রবেশ করতে সহজ করে, তাদের Input device বলা হয়। 

Example : Keyboard, Mouse, Scanner, Light Pen, Joystick, Microphone, Camera etc.


What is Output device ?

আউটপুট  ডিভাইস কি ? 

🔵 যে সব Device বা যন্ত্রাংশগুলি  ব্যবহার কারীকে বিভিন্ন আকারে প্রক্রিয়াজাত  ফলাফল পেতে সাহায্য করে সেগুলিকে Output device বলা হয়। 

Example : Monitor, Printer, Speaker etc.


🔵 Basic Computer Course & Basic Hardware Course. 
( তৃতীয় দিনের ক্লাস )

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ