কম্পিউটার এর কিছু টুকি টাকি সমস্যা এবং তার সমাধান .........

আসলামুআলাইকুম, ------- 
আজকের আলোচনা অনান্য পোস্ট গুলির থেকে একটু ভিন্ন, অনেকে যারা ''কম্পিউটার হার্ডওয়্যার'' নিয়ে কাজ করছেন, অথবা যারা টুকি টাকি কম্পিউটারের বিভিন্ন সমাধান করে থাকেন। তাদের জন্য এই পোস্টি বিশেষ কাজে আসবে, এমন কি যারা নতুন কম্পিউটার হার্ডওয়্যার কোর্স শিখছেন  তাদের জন এই পোস্টি অনেক উপকৃত করবে বলে মনে করছি ''ইন্সাআল্লা'' 
 
🔵 কম্পিউটার -এর কিছু টুকি টাকি সমস্যা এবং তার সমাধান:

১. সমস্যা :
> কম্পিউটার (CPU ) অন করেছি ! CPU তে পাওয়ার আছে এবং মনিটরও পাওয়ার আছে, কিন্তু মনিটর (Display ) তে কিছু দেখতে পারছি না। করণীয় কী ?
সমাধান :
> মনিটর-এ থাকা VGA Cable সমস্যা হতে পারে। VGA  ক্যাবল  চেক করব।  
> RAM স্লট নোংরা জমে যাওয়ার কারনে হতে পারে। RAM স্লটপরিষ্কার করব।
> RAM খারাপ থাকতে পারে। RAM চেঞ্জ করে দেখবো। 
> SMPS (Power Supply) এবং মোদারবোর্ড -এর প্রব্লেম  হতে পারে। এগুলো খুঁটিয়ে দেখবো।
                                                                          
২. সমস্যা :
>Monitor -এ মাঝে মাঝে ঝিরি ঝিরি দাগ  দেখতে পারিছি। করণীয় কী ? 
সমাধান
> মনিটর এর Display Problem হতে পারে।
> মনিটর-এ থাকা VGA Cable প্রব্লেম হতে পারে। 
> RAM স্লট নোংরা জমে যাওয়ার কারনে হতে পারে। RAM স্লট পরিষ্কার করব।
> RAM খারাপ থাকতে পারে। RAM চেঞ্জ করে দেখবো। 
> Motherboard এর VGA Port এবং VGA IC খারাপ থাকার কারণে  হতে পারে।  
 
৩. সমস্যা :
কম্পিউটার (CPU ) অন করেছি !  কিছুক্ষন চলার কম্পিউটার নিজে নিজে বন্ধ হচ্ছে । করণীয় কী ?
সমাধান
> CPU ফ্যান বন্ধ ( ঘুরছে না ) হওয়ার কারণে হতে পারে।
> পাওয়ার সাপ্লাই ভোল্টেজ ঠিক না, দেওয়ার কারণে ( খারাপ ) হতে পারে। 
> মোদারবোর্ডের প্রসেসর এবং বিভিন্ন 'IC' হিট হওয়ার কারণে হতে পারে। 

L I K E D   S O L U T I O N

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ