Canon Printer G2010 | G2012 | G3010 |G3012 সম্পর্কে কিছু গুরুত্ত্ব পূর্ণ আলোচনা এবং প্রিন্টার ব্যবহারের কিছু সঠিক নির্দেশনা।

 

।। আসসালামু আলাইকুম''__
।। ওয়া রাহমতুল্লাহ বারকাতুহু......................
🔵 CANON G2010 | G3010 BEST QUALITY PRINTER [ OLD IS GOLD ] 
আজকের আলোচনা পর্বে আমি ক্যানন ইন্ক্ জেট প্রিন্টার (Canon Inkjet Printer) G2010 | G2012 | G3010 |G3012 সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো ইনশা আল্লা। ক্যাননের এই মডেল গুলি বাজারে বিশেষ জনপ্রিতা অর্জন করেছে।  অল্প অর্থের বিনোমায় এই প্রিন্টারটি ক্রয়ে করা সবার ক্ষেত্রে সক্ষম। প্রিন্টারটি বাড়ির , অফিস এবং ব্যবসার কাজে যথেষ্ট সক্রিয়। আমরা প্রিন্টার ব্যাবহার করার সময় সতর্কতাঃ অবলম্বন করবো। বিশেষ কিছু ভুলের কারণে একাধিক সমস্যায় পড়তে হয়। এই পোস্টটি মাধ্যমে আমরা প্রিন্টারটির কিছু সুবিধা ও অসুবিধা জানার চেষ্টা করব।  বর্তমান বাজারে বিশেষ কিছু কিছু জায়গায় ক্যানন ইঙ্কজেট  প্রিন্টারের ব্যবহার অধিক পরিমানে বৃদ্ধি পেয়েছে। ক্যাননের ভিন্ন ভিন্ন  মডেল গুলি বিশেষ জায়গা গুলিতে স্থান পেয়েছে যেমনঃ সাইবার কাফে, অফিস গুলিতে এছাড়াও  বাড়ী ও দোকান ব্যবহার  করে থাকি। 



🔵 প্রিন্টার সম্পর্কে কিছু গুরুত্ব পূর্ণ কথা :

  1. Canon G2010/G3010 প্রিন্টারটি অন্যান্য প্রিন্টারের তুলনায় বাজার মূল্য অনেক কম। 
  2. প্রিন্টারটিতে এক সাথে প্রিন্ট, স্ক্যান, কপি  করেত সক্ষম।  
  3. 135 ml কালিতে  6,000 সাদা কালো প্রিন্ট করতে সক্ষম। 
  4. 70 ml তিনটি কালীতে 7,000 কালার প্রিন্ট করতে সক্ষম। 
  5. প্রিন্টারটিতে ইলেকট্রিক খরজ অনেক কম। 
  6. মোবাইল আপ এর মাধ্যমে ডাইরেক্ট ওয়ারলেস কানেক্শন G3010 (Wi-Fi Connection) 
  7. ১বছর ওররেন্টির সাথে কোম্পানী খুব দ্রুত সার্ভিস দিয়ে থাকে। 

 🔵 প্রিন্টারটির ব্যবহারের কিছু সঠিক নির্দেশনা:

>> আপনি কোন কাজগুলি থাকে বিরত থাকবেন : 

  1.  আপনি প্রিন্টার অন / অফ বেশি করবেন না 
  2.  প্রয়জন ছাড়া DEEP ক্লেমন  / INK FUSH  করবেন না 
  3.  প্রিন্টারটি ধূলো / বালি থাকে সবসময়ে বাঁচানোর চেষ্টা করবেন।   
  4.  ইঁদুর / আরশোলা থেকে দূরে রাখুন। 
  5.  সম্পূর্ণ ইন্ক্ শেষ না হতে ইন্ক্ ভোরে নিন।   
  6.  ডুব্লিকেট ইন্ক্ কখনোই ভরাবেন না।   
  7.  কোনো সময় ব্ল্যান্ক প্রিন্ট আসলে কোনো মেকানিকের সহায়তা নিব 
  8.  প্রিন্টার ক্যারি করার সময় সোজা ভাবে বসিয়ে আনার চেষ্টা করবো 

🔵 Canon Pixma G2010 Printer Refillable Ink Tank Printer :
  1. Print,Scan,Copy.
  2. ISO / IEC 24734.
  3. Maximum Printing Resolution @  4,800 x 1,200 dpi. 
  4. One-touch direct Wireless connection (Wifi connection).
  5. High page yield ink bottles.
  6. Spill-resistant ink bottle design.
  7. Supports borderless printing.
_আরো বিস্তারিত জানতে ক্যানন অফিসিয়াল ওয়েব সাইটি ভিজিট করতে পারেন নিচের দেওয়া লিংক থেকে
  1. Link 1 :
  2. Link 1 :
1. ডেস্কটপ কম্পিউটার 2. ল্যাপটপ 3. সমস্ত ধরণের প্রিন্টার 4. সি.সি.টিভি সম্পর্কিত সমাধান পেতে আমাদের সাথে থাকুন। প্রয়োজনে কমেন্ট বক্স অথবা WhatsApp: এ  সমস্যা আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের এই ধরণের সমস্যার সঠীক সমাধান দেওয়ার

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ