How to fix Canon G- Serice Printer Error 6000?

আমার মুসলিম ভাই বোনদের জন্য সালাম রইল-------------  
আসলামুআলাইকুম -------------

6000 Error এর মূল কারণ 'Paper Jammed' সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য আমরা কিছু পদক্ষেব গ্রহণ করবো , যার ফলে আমরা সহজে এই সমস্যার সমাধান করতে পারি। ক্যানন প্রিন্টারে বিশেষ করে এই প্রব্লেম হয়ে থাকে। আমরা সামান্য অভিজ্ঞতা নিয়ে যাতে নিজেরাই সমাধান করতে পারি সে ক্ষেত্রে   পোস্টটি বানানো। প্রথমতঃ প্রিন্টারটি Unplug করুন এবং পুনরায় Plugin  করুন। সমস্যার সমাধান না হলে। আমাদের দেওয়া নিচের কিছু টিপসঃ ফ্লো করুন সমাধানঃ না হলে, আপনার নিকটবর্তী  Canon সার্ভিস সেন্টারে ( Contact ) যোগা যোগ করুন। 
Table of Contents

> Canon G- Serice Printer :
Printer Error has Occurred ( Error 60000 )

সমাধান কীভাবে করবো :

  • কাগজ জ্যাম জন্য পরীক্ষা করুন : প্রিন্টার থেকে জ্যাম করা কাগজ সরান।
  • Cartage পরীক্ষা করুন : কালির কার্টিজ  সরান এবং পুনরায় বসান। 
  • কাগজের পেপার ট্রে পরীক্ষা করুন : নিশ্চিত করুন যে কাগজের পেপার ট্রে খোলা আছে এবং কোন বাধা মুক্ত আছে কি না । 
  • প্রিন্টার রিসেট করুন : প্রিন্টার বন্ধ করুন, পাওয়ার কর্ডটি আনপ্লাগ করুন এবং প্রায় 10 মিনিট অপেক্ষা করুন। তারপরে পাওয়ার কর্ডটি আবার প্লাগ করুন, ডেটা কেবলটি পুনরায় সংযোগ করুন এবং প্রিন্টারটি আবার চালু করুন। 
  • ওয়্যারলেসভাবে কানেক্ট করুন : যদি প্রিন্টারটি ওয়্যারলেস হয়, তাহলে ওয়্যার্ড কানেকশনের পরিবর্তে ওয়্যারলেসভাবে কানেক্ট করার চেষ্টা করুন। 


> যদি এই পদক্ষেপগুলি সমস্যার সমাধান না করে, তাহলে আপনি Canon বা যে ডিলারের কাছ থেকে আপনি প্রিন্টার কিনেছেন তার সাথে যোগাযোগ করতে পারেন মেরামতের অনুরোধের জন্য ।


 

সমস্যাটি ভিডিওর মাধ্যমে দেখানো চাস্ট করেছি : 


 🔵 ভালো কিছু নতুন পোষ্ট :


লাইকড সল্যুশন পক্ষ থেকে সবাইকে আন্তরীক প্রীতি ও ভালো, আমি আমার  পোস্ট গুলির মাধ্যমে আপনাদের কতটা উপকৃত করতে পেরেছি জানিনা, আমার অক্লান্ত পরিশ্রমেরে মাধ্যমে আমি চেষ্টা করে চলেছি আরো ভালো কিছু দেওয়ার। ইনশাআল্লা''

🅻 🅸 🅺 🅴 🅳  Solution
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ