Basic Computer course & Basic Hardware Course (Class: 4)

আমার মুসলিম ভাই বোনদের জন্য সালাম রইল-----------------
আসলামুআলাইকুম --------------- 
আজকের ক্লাসে যা শিখব :
বেসিক কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স , যা অনেক সহজ ও সরল। প্ৰত্যেক কম্পিউটার শিক্ষার্থীদের বেসিক ফান্ডামেন্টাল কোর্সটির জানা আবশ্যক। 
How many parts of computer ?
কম্পিউটারের কয়টি অংশ ও কি কি ?
> Computer -এর দুটি অংশ। যথাঃ 
(1) Hardware.
(2) Software.

What is Hardware ?
হার্ডওয়্যার কি ? 
1. Hardware
> কম্পিউটারের সকল প্রকার যন্ত্র বা যন্ত্রাংশ গুলিকে বলা হয় হার্ডওয়্যার। 
Example : Monitor, System Unit, Keyboard, Mouse etc.
 
 
 
What is Software ?
সফটওয়্যার  কি ?  
> নিষ্প্রাণ হার্ডওয়্যার কে কার্যক্ষম করে সক্রিয় করে তোলার জন্য বেবহৃত প্রোগ্রামই হল সফটওয়্যার । 
Example : DOS, Windows xp, Win7, Win8, Win10, Win11, Linux, Paint, Notepad, Wordpad, MS Office, Excel etc
বেসিক কম্পিউটার কোর্স ও বেসিক হার্ডওয়্যার কোর্স 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ