Basic Computer course & Basic Hardware Course (Class: 5)

আমার মুসলিম ভাই বোনদের জন্য সালাম রইল-----------------
আসলামুআলাইকুম --------------- 
আজকের ক্লাসের যা শিখব :

🔵 বেসিক কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স , যা অনেক সহজ ও সরল। প্ৰত্যেক কম্পিউটার শিক্ষার্থীদের বেসিক ফান্ডামেন্টাল কোর্সটির জানা আবশ্যক।

What is Memory?
স্মৃতি কি ?
মানুষের মতো কম্পিউটারেরও Memory বা স্মৃতি রয়েছে।  কম্পিউটার -এর Memory বা স্মৃতি হলো এমন একটি জায়গা , যেখানে কম্পিউটার ডাটা (তথ্য ) Store (জমা ) করে রাখে। আর আমাদের প্রয়োজন মতো আমরা সেখান থাকে Data দেখতে পারি, সংগ্রহ করতে পারি এবং Delete ও করতে পারি। 

🔵 কম্পিউটার স্মৃতিকে দুই ভাগে ভাগ করা যায়:

1. Internal Memory .( প্রধান স্মৃতি ) Example: RAM, ROM.
2. External Memory. (সহায়ক স্মৃতি ).
Example: Hardisk, Floppy disk, CD, DVD, Pendrive etc.
 
What is RAM?
RAM কি ?
Ram (Random Access Memory) হল একটি অস্থায়ী ( Volatile ) স্মৃতি ভান্ডার। Input Device হতে সকল প্রকার তথ্য RAM -এ জমা হয়।
 
 
What is ROM ?
ROM কি ?

 ROM ( Read Only Memory ) হল একটি স্থায়ী ( Non volatile ) স্মৃতি ভান্ডার। প্রধান স্মৃতির এই অংশটি স্থায়ী, অপরিবর্তনীয় ও অধ্বংসাত্বক স্মৃতি।  কম্পিউটারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিলেও এই স্মৃতিতে সংযোজন, সংশোধন বা পরিবর্তন করা যায় না। এই অংশে লিখিত তথ্য শুধুমাত্র পড়া যায়। কিন্তু লেখা যায় না।  তাই একে স্থায়ী স্মৃতি হিসাবে অভিহিত করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ